ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
শিরোনাম :
দুই লাখ টাকার মাইলফলক ছাড়ালো স্বর্ণের ভরি এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ পেছানোর যুক্তি নেই : আনিসুজ্জামান চৌধুরী জাকসুর ভিপি স্বতন্ত্রপ্রার্থী জিতু, জিএস শিবিরের মাজহারুল আইন শক্তিশালী না হলে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খাঁন ৫০ কোটির ব্যাংক গ্যারান্টিতে শত শত কোটি টাকার টিকিট বেচতো ‘ফ্লাইট এক্সপার্ট’ ‘রিফান্ড’ আতঙ্কে টিকিটের টাকা গচ্চার শঙ্কায় ব্যবসায়ীরা গ্রাহক ও এজেন্সির কয়েকশ’ কোটি টাকা নিয়ে ‘লাপাত্তা’ ফ্লাইট এক্সপার্ট পাল্টা শুল্ক ২০ শতাংশে নেমে আসা ‘সন্তোষজনক’: আমীর খসরু অশুল্ক চুক্তির ব্যাপারে কূটনৈতিক ব্যাখ্যা জরুরি: ড. গোলাম মোয়াজ্জেম

নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর: জুয়েলারি সমিতি

দুই লাখ টাকার মাইলফলক ছাড়ালো স্বর্ণের ভরি

বিজভিউ রিপোর্ট:

স্বর্ণের দামে নতুন রেকর্ড গড়লো। এই প্রথমবার দেশের ইতিহাসে দুই লাখ টাকা ছাড়ালো স্বর্ণের ভরি। মাসখানেক ধরেই প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম দুই লাখ টাকার আশপাশেই ঘোরাফেরা করছিল। অবশেষে সোমবার (৬ অক্টোবর) দুই লাখ টাকার মাইলফলক ছুঁয়ে ফেলেছে সোনার ভরি। দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ স্বর্ণের দাম। নতুন দর আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে কার্যকর হবে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা। এর সাথে যুক্ত হবে স্বর্ণের অন্তত ৬ শতাংশ মজুরি এবং সরকারি নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সন্ধ্যায় স্বর্ণের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। তাদের হিসাব অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা বাড়বে। সর্বশেষ গত রবিবার সোনার দাম ২ হাজার ২২৯ টাকা বেড়েছিল। এর অর্থ হলো, মাত্র তিন দিনে ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ৫ হাজার ৩৭৯ টাকা। আর এতেই নতুন রেকর্ড গড়লো স্বর্ণের দাম। আর তাতেই প্রতি ভরি সোনার দাম এখন দুই লাখ টাকার বেশি।

জুয়েলার্স সমিতির তথ্যমতে, দেশের বাজারে কাল থেকে ভালো মানের এক ভরি, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ২ লাখ ৭২৬ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হবে।

দেশের স্বাধীনতাযুদ্ধের সময় সোনার ভরি ছিল ১৭০ টাকা। ২০০০ সালে সোনার দাম ছিল ৬ হাজার ৯০০ টাকা। এক দশক পর, অর্থাৎ ২০২০ সালে দাম বেড়ে দাঁড়ায় ৬৯ হাজার ৮৬৭ টাকা হয়। ২০২৩ সালে দেশে প্রথমবারের মতো সোনার দাম এক লাখ টাকা ছাড়িয়ে যায়। তবে পরের দুই বছরেই দ্বিগুণ হলো স্বর্ণের দাম। আর স্বাধীনতার পর থেকে হিসাব করলে সোনার দাম বেড়েছে ১ হাজার ১৮১ গুণ।

এদিকে আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ১৫০ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ১০ টাকা এবং ১৮ ক্যারেটে ২ হাজার ৫৭৮ টাকা দাম বাড়বে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়বে।

বিশ্ববাজারে কয়েক দিন ধরে সোনার দাম টানা বাড়ছে। আজ সোমবার একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৯৫২ ডলারে দাঁড়ায়। ১ অক্টোবর সোনার দাম ছিল ৩ হাজার ৮৭১ ডলার।

বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতির সঙ্গে সোনার দামের সম্পর্ক রয়েছে। অর্থনীতিতে অনিশ্চয়তা মানে সোনার বাজারে মূল্যবৃদ্ধি। কারণ, অস্থির সময়ে বিভিন্ন দেশ সোনায় বিনিয়োগ করে। ঐতিহাসিকভাবেও দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতির সময়ে সোনার দাম সবচেয়ে বেশি বাড়ে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২৩ বার পড়া হয়েছে

নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর: জুয়েলারি সমিতি

দুই লাখ টাকার মাইলফলক ছাড়ালো স্বর্ণের ভরি

আপডেট সময় ১১:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

স্বর্ণের দামে নতুন রেকর্ড গড়লো। এই প্রথমবার দেশের ইতিহাসে দুই লাখ টাকা ছাড়ালো স্বর্ণের ভরি। মাসখানেক ধরেই প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম দুই লাখ টাকার আশপাশেই ঘোরাফেরা করছিল। অবশেষে সোমবার (৬ অক্টোবর) দুই লাখ টাকার মাইলফলক ছুঁয়ে ফেলেছে সোনার ভরি। দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ স্বর্ণের দাম। নতুন দর আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে কার্যকর হবে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা। এর সাথে যুক্ত হবে স্বর্ণের অন্তত ৬ শতাংশ মজুরি এবং সরকারি নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সন্ধ্যায় স্বর্ণের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। তাদের হিসাব অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা বাড়বে। সর্বশেষ গত রবিবার সোনার দাম ২ হাজার ২২৯ টাকা বেড়েছিল। এর অর্থ হলো, মাত্র তিন দিনে ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ৫ হাজার ৩৭৯ টাকা। আর এতেই নতুন রেকর্ড গড়লো স্বর্ণের দাম। আর তাতেই প্রতি ভরি সোনার দাম এখন দুই লাখ টাকার বেশি।

জুয়েলার্স সমিতির তথ্যমতে, দেশের বাজারে কাল থেকে ভালো মানের এক ভরি, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ২ লাখ ৭২৬ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হবে।

দেশের স্বাধীনতাযুদ্ধের সময় সোনার ভরি ছিল ১৭০ টাকা। ২০০০ সালে সোনার দাম ছিল ৬ হাজার ৯০০ টাকা। এক দশক পর, অর্থাৎ ২০২০ সালে দাম বেড়ে দাঁড়ায় ৬৯ হাজার ৮৬৭ টাকা হয়। ২০২৩ সালে দেশে প্রথমবারের মতো সোনার দাম এক লাখ টাকা ছাড়িয়ে যায়। তবে পরের দুই বছরেই দ্বিগুণ হলো স্বর্ণের দাম। আর স্বাধীনতার পর থেকে হিসাব করলে সোনার দাম বেড়েছে ১ হাজার ১৮১ গুণ।

এদিকে আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ১৫০ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ১০ টাকা এবং ১৮ ক্যারেটে ২ হাজার ৫৭৮ টাকা দাম বাড়বে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়বে।

বিশ্ববাজারে কয়েক দিন ধরে সোনার দাম টানা বাড়ছে। আজ সোমবার একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৯৫২ ডলারে দাঁড়ায়। ১ অক্টোবর সোনার দাম ছিল ৩ হাজার ৮৭১ ডলার।

বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতির সঙ্গে সোনার দামের সম্পর্ক রয়েছে। অর্থনীতিতে অনিশ্চয়তা মানে সোনার বাজারে মূল্যবৃদ্ধি। কারণ, অস্থির সময়ে বিভিন্ন দেশ সোনায় বিনিয়োগ করে। ঐতিহাসিকভাবেও দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতির সময়ে সোনার দাম সবচেয়ে বেশি বাড়ে।