ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
শিরোনাম :
দুই লাখ টাকার মাইলফলক ছাড়ালো স্বর্ণের ভরি এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ পেছানোর যুক্তি নেই : আনিসুজ্জামান চৌধুরী জাকসুর ভিপি স্বতন্ত্রপ্রার্থী জিতু, জিএস শিবিরের মাজহারুল আইন শক্তিশালী না হলে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খাঁন ৫০ কোটির ব্যাংক গ্যারান্টিতে শত শত কোটি টাকার টিকিট বেচতো ‘ফ্লাইট এক্সপার্ট’ ‘রিফান্ড’ আতঙ্কে টিকিটের টাকা গচ্চার শঙ্কায় ব্যবসায়ীরা গ্রাহক ও এজেন্সির কয়েকশ’ কোটি টাকা নিয়ে ‘লাপাত্তা’ ফ্লাইট এক্সপার্ট পাল্টা শুল্ক ২০ শতাংশে নেমে আসা ‘সন্তোষজনক’: আমীর খসরু অশুল্ক চুক্তির ব্যাপারে কূটনৈতিক ব্যাখ্যা জরুরি: ড. গোলাম মোয়াজ্জেম

পাল্টা শুল্ক ২০ শতাংশে নেমে আসা ‘সন্তোষজনক’: আমীর খসরু

নিজস্ব সংবাদ :

আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কহার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করা ‘সন্তোষজনক’ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু বলেন, ‘এটা জয়-পরাজয়ের কোনো বিষয় নয়। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে, প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে একটা সন্তোষজনক অবস্থানে আছি। আমরা ২০ শতাংশ, পাকিস্তান ১৯ শতাংশ, ভিয়েতনামে ২০ শতাংশ, ভারতে ২৫ শতাংশ।’

শুক্রবার (১ আগস্ট) সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় একথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সেই ক্ষেত্রে আমি মনে করি, সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা সন্তোষজনক প্রতিযোগিতার ক্ষেত্রে। ট্যারিফ বিষয়ে আমাদের প্রতিযোগীদের সাথে যেটা হয়েছে, সেটা ঠিকই আছে। এটা সন্তাষজনক।’

তবে যুক্তরাষ্ট্রের শুল্কের নতুন এই হারের পেছনে কী আছে, সেই প্রসঙ্গ টেনে সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পুরো নেগোসিয়েশনের সার্বিক বিষয়টা আমাদের জানা নেই। শুল্ক কমানোর বিপরীতে আর কী দিতে হয়েছে, সেটা না জানা পর্যন্ত তো এর প্রভাব কী হবে, সেটা আমরা বলতে পারছি না।’

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘নেগোসিয়েশনের পেছনের যে বিষয়গুলো…এটা তো একটা প্যাকেজ। এখানে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। শুধু ‍ট্যারিফের কত পারসেন্ট কমানো হলো, সেটা তো সিদ্ধান্ত হয়নি। এ সিদ্ধান্তের পেছনে অনেক আলাপ-আলোচনা, আমেরিকানরা কী পাঠাতে পারবে? বিভিন্ন ক্ষেত্রে তাদের কী দাবি-দাওয়া ছিল, এই বিষয়গুলো প্রকাশ হলে আমরা বুঝতে পারব।’

বিজভিউ/ জেডএইচএস

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
১৬১ বার পড়া হয়েছে

পাল্টা শুল্ক ২০ শতাংশে নেমে আসা ‘সন্তোষজনক’: আমীর খসরু

আপডেট সময় ০৮:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কহার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করা ‘সন্তোষজনক’ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু বলেন, ‘এটা জয়-পরাজয়ের কোনো বিষয় নয়। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে, প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে একটা সন্তোষজনক অবস্থানে আছি। আমরা ২০ শতাংশ, পাকিস্তান ১৯ শতাংশ, ভিয়েতনামে ২০ শতাংশ, ভারতে ২৫ শতাংশ।’

শুক্রবার (১ আগস্ট) সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় একথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সেই ক্ষেত্রে আমি মনে করি, সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা সন্তোষজনক প্রতিযোগিতার ক্ষেত্রে। ট্যারিফ বিষয়ে আমাদের প্রতিযোগীদের সাথে যেটা হয়েছে, সেটা ঠিকই আছে। এটা সন্তাষজনক।’

তবে যুক্তরাষ্ট্রের শুল্কের নতুন এই হারের পেছনে কী আছে, সেই প্রসঙ্গ টেনে সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পুরো নেগোসিয়েশনের সার্বিক বিষয়টা আমাদের জানা নেই। শুল্ক কমানোর বিপরীতে আর কী দিতে হয়েছে, সেটা না জানা পর্যন্ত তো এর প্রভাব কী হবে, সেটা আমরা বলতে পারছি না।’

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘নেগোসিয়েশনের পেছনের যে বিষয়গুলো…এটা তো একটা প্যাকেজ। এখানে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। শুধু ‍ট্যারিফের কত পারসেন্ট কমানো হলো, সেটা তো সিদ্ধান্ত হয়নি। এ সিদ্ধান্তের পেছনে অনেক আলাপ-আলোচনা, আমেরিকানরা কী পাঠাতে পারবে? বিভিন্ন ক্ষেত্রে তাদের কী দাবি-দাওয়া ছিল, এই বিষয়গুলো প্রকাশ হলে আমরা বুঝতে পারব।’

বিজভিউ/ জেডএইচএস