জাতীয় নাগরিক পার্টির ব্যানারে চাঁদাবাজি করছেন অনেকে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, তার দলকে চাঁদাবাজের অভয়াশ্রম হতে দেয়া হবে না। একথার মধ্যদিয়ে যারা সুসময়ে এনসিপিতে এসেছেন তাদের সতর্ক করে দেন তিনি।
আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। নগরের টাউন হলের মাঠে বৃষ্টির মধ্যে আয়োজিত সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘খুবই দুঃখজনক বিষয়, আমাদের নাম–পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতা–কর্মী যাঁরা আছেন, আমরা মুখে মুখে বলব, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি—এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাশত করব না।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘এনসিপিতে লাখ লাখ কর্মীর দরকার নেই। আমাদের লাখ লাখ নেতার দরকার নেই। এনসিপি কখনো চাঁদাবাজের অভয়াশ্রম হবে না।’
নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আরেক ধরনের নেতা–কর্মী রয়েছে, যারা হচ্ছে তেলবাজ ও সেলফিবাজ। এদের কোনো প্রোগ্রামে ডাকলে পাওয়া যায় না। ওদেরকে কোনো কাজে ডাকলে পাওয়া যায় না। নেতার পেছনে পেছনে ঘোরে।
সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘দেশে সংস্কারপ্রক্রিয়া চলছে। ঐকমত্য কমিশন বলেছে, জুলাই সনদ হবে। আমরাও বলেছি, জুলাই সনদ হতেই হবে এবং সেটা ৫ আগস্টের মধ্যে। জুলাই সনদে আমরা দ্রুত সময়ের মধ্যে ঐকমত্য চাই। আমরা বলেছি, নির্বাচন কমিশনসহ দুদক এবং পিএসসির নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। আমরা প্রত্যাশা করি, নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ আদালত। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। ইনশা আল্লাহ আমরা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারব।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা জুলাই পদযাত্রায় নেমেছি। কারণ, আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি। কিন্তু ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে, তবে সেই দেশ অচিরেই বিনির্মাণ করতে পারব। ৩ আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি, ময়মনসিংহবাসীকে আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি। যাতে ময়মনসিংহবাসী জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায়ে যোগ দেয়।’
সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াক আউট করে বিএনপি। এর সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি আজ ওয়াকআউট করেছে। ফিরে এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করতে পারেন না।
সভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, ময়মনসিংহে শহীদ সাগরের বাবা মো. আসাদুজ্জামান প্রমুখ।
বিজভিউ/ জেডএইচএস